
১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মানায় চট্টগ্রামের আনোয়ারা, হাটহাজারী ও রাউজানের তিন প্রবাসীকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে আনোয়ারার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী, হাটহাজারীর বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী এবং রাউজানের বাসিন্দা মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী।
বুধবার (১৮ মার্চ) পৃথক তিনটি অভিযান চালিয়ে ওই তিন প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এজেডএম শরীফ হোসেন।