করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে আজ। কাল ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলতে পারবে। খুলবে দোকান-শপিংমল ও খাবারের দোকান।
তবে ১১ আগস্ট মার্কেট-অফিস খুলে গাড়ির চাকা ঘুরলেও কিছু ক্ষেত্রে বিধিনিষেধ থেকেই যাচ্ছে। সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এসব ক্ষেত্র বিধিনিষেধের আওতায় থাকবে।
সিনেমা হল হোক কিংবা থিয়েটার ১১ আগস্ট থেকে খুলবে না এগুলো। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত হলে গিয়ে মুভি দেখা কিংবা থিয়েটারে গিয়ে মঞ্চ নাটক দেখার সুযোগ থাকছে না। খুলবে না শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। খুলবে না রিসোর্ট। আগের বিধিনিষেধ বহাল থাকায় রিসোর্ট বন্ধ থাকবে।বিয়ে, পার্টিসহ যেকোনো গণজমায়েতে বিধিনিষেধ এখনও বহাল আছে। একইভাবে বহাল আছে কমিনউনিটি সেন্টার বন্ধের নির্দেশনাও।
করোনার কঠিন সময় এখন চলছে। তাই বেড়ানোর উপরও থাকছে বিধিনিষেধের খড়গ। কক্সবাজার সমুদ্রসৈকত হোক কিংবা বান্দরবানের উঁচু পাহাড়ের নীলগিরি— আপাতত সব পরিকল্পনা বন্ধ রাখতে হবে।