আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি তৌফিক এহসান বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখা হবে। সরকার যদি পরবর্তীতে কোনও নির্দেশনা দেয় তবে ওই নির্দেশনাও কার্যকর করা হবে।
তিনি এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের বিত্তবান ব্যবসায়ীদের নিজ নিজ এলাকায় অসহায় মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তৃতীয় দফায় সারা দেশে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার।