শনিবার, এপ্রিল ৫, ২০২৫

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ শপিং মল -Deshebideshe

Must read

[ad_1]

ঢাকা, ১০ এপ্রিল – সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে ২৫ এপ্রিল পর্যন্ত শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, ২৫ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখা হবে।

শুক্রবার (১০এপ্রিল) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল তার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

সরকার সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী এ দোকান বন্ধ রাখার আহবান জানানো হয়েছে দোকান মালিকদের। করোনা মহামারি সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণে আহবান জানিয়ে তৌফিক এহেসান সকল দোকান মালিক, ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বর্তমান বন্ধকালীন সময়ে দুর্ঘটনা এড়াতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন, ওয়াসা ও ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ বন্ধ রাখা এবং ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ১০ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article