পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণের ধারা ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তিনি এই ভাষণ না দিলে হয়তো দেশ মুক্ত হত না। বিশ্বের দরবারে আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিতি পেতাম না।
শনিবার (৭মার্চ) সন্ধ্যায় যশোরের মণিরামপুরের টেংরামারী -জালালপুর পাকা সড়কের উদ্বোধন উপলক্ষে টেংরামারী বাজারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বাঙ্গালী জাতির জীবনে আরও একটি ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু এই জাতির জন্য শতকষ্ট ভোগ করেছেন, জেল খেটেছেন। সুখ শান্তি, স্ত্রী ও সন্তানদের ছেড়ে জনগনের সুখ চেয়েছেন। এদেশের জনগণের সুখের কথা ভেবে তিনি জীবনে কিছুই করেননি। বঙ্গবন্ধুর মূললক্ষ্য ছিল এদেশকে স্বাধীন করা, এদেশের মানুষকে দারিদ্র ও ক্ষুদামুক্ত একটি শিক্ষিত জাতি হিসেবে বিশ্বের মানুষের কাছে পরিচিত করা। স্বাধীনতা আমরা ঠিকই পেয়েছি। কিন্তু এদেশের মানুষ এখনও দুষ্টু চক্র, সন্ত্রাস ও সুদখোরের হাত থেকে মুক্তি পায়নি। এদেশের অর্থনৈতিক মুক্তি এখনও পুরোপুরি আসেনি। এসব থেকে মুক্তি পেলেই বঙ্গবন্ধুর চাওয়া প্রকৃত স্বাধীনতা আসবে।
স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্য্য আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষ শান্তিতে থাকবে। সেটা বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দলের ভাল মানুষগুলোকে মূল্যায়িত করে দলকে শক্তিশালী করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সারা মণিরামপুরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মণিরামপুর শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় পরিণত হয়েছে। আগামী বছরের মধ্যে এই উপজেলার সব ব্রিজের কাজ শেষ হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন হবে। তবে যেই প্রতিষ্ঠানের ফলাফল ভাল সেই প্রতিষ্ঠানের কাজ আগে হবে। আর দুর্নীতিযুক্ত প্রতিষ্ঠানের কাজ পরে হবে।
মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়ের কাজী মাহমুদুল হাসান, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শামছুর রহমান, যুগ্ম-আহবায়ক আব্দুল আলীম জিন্নাহ, সাবেক সভাপতি আব্দুল মমিন, আব্দুল কাদের, বিনোদ রায় প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।