দেশের কর্মসংস্থানে মাঠ পর্যায়ে পুরুষ ও নারী কর্মী নিয়োগের লক্ষ্যে শনিবার ২রা এপ্রিল ২০২২ ইং তারিখে চট্টগ্রাম নগরীর নাসিারবাদ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে।
ইউনিসেফ বাংলাদেশ সমর্থিত বিকেটিটিসি( BKTTC) চট্টগ্রাম এবং এটুআই-এসপাইর টু ইনোভেট (a2i-Aspire to Innovate) এ মেলার আয়োজন করছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আলিউন্ডার মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায়,বিকেটিটিসি( BKTTC) চট্টগ্রাম এর সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ মেলা শুরু হবে সকাল ৯টায়।
এতে ASTECH!!আল্ট্রা প্যাক ,সেভেন রিং ফাউন্ডেশন ও সিমেন্ট ফর ফিউচার অনিকর্ন লিমিটেড,পেড্রোলো, কনসর্ট ফ্লেক্সিপ্যাক লিমিটেড কনকর্ড ম্যাফ জুতা লিমিটেড,সিপিডি,জীবনের বসন্তল্যান্ড ডিগিয়া সার্ভে ,(KY) কে ওয়াই Ruby Cement রুবি সিমেন্ট, bdjobs.comবাংলাদেশের সবচেয়ে বড় চাকরির সাইট,ইক্যুইটি সয়েল ইঞ্জিনিয়ারিং ইস্পাত, কেডিএস কোম্পানি,হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপ,জিপিএইচ ইস্পাত, বিএসআরএম, চৌধুরী মোটর ড্রাইভিং স্কুল, S. শিল্পের একটি গ্রুপ, আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড এবং ফ্রাঙ্ক অ্যাপারেল লিমিটেড,Lub-rref (Bangladesh) Ltd,R.S.B. ইন্ডাস্ট্রিয়াল লিঃ সহ স্থানীয় সরকারি প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।
০২/০৪/২০২২ খ্রি: তারিখে বিকেটিটিসি, চট্টগ্রামে চাকরি মেলা। উক্ত মেলায় ২৫ টি শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন টেকনিক্যাল পদে বিকেটিটিসি সহ চট্টগ্রাম থেকে উত্তীর্ণ গ্রাজুয়েটদের চাকরির জন্য সিভি সংগ্রহ করবেন। পরবর্তীতে নিয়োগকারি প্রতিষ্ঠান ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রর্থীদের নিয়োগের ব্যবস্থা করবেন। বিকেটিটিসি সহ চট্টগ্রামের সকল ছাত্র/ছাত্রীদের স্টল পরিদর্শন করে সিভি দেয়ার জন্য বিকেটিটিসি এর অধ্যক্ষ, সকলের কাছে অনুরোধ করেছেন।
উক্ত চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ সোলায়মান (পিপিএম), পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব মাহফুজুল হক শাহ, পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইঞ্জি. মোঃ লুৎফর রহমান, অধ্যক্ষ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, নাসিরাবাদ, চট্টগ্রাম। জনাব ওসমান গণি মজুমদার, হেড অব সাপোর্ট অ্যান্ড এইচই, বিএসআরএম, চট্টগ্রাম।
জনাব আসাদ উজ জামানম, কৌশল ও উদ্ভাবন বিশেষজ্ঞ, অ্যাস্পায়ার টু ইনোভেট (a2i) প্রোগ্রাম। আফরোজা ইয়াসমিন, শিক্ষা কর্মকর্তা, ইউনিসেফ বাংলাদেশ। মিসেস নিবেদিতা দাস, ভাইস প্রিন্সিপাল বিকেটিটিসি, চট্টগ্রাম। জনাব আতাউর রহমান, ডিজিএম। ইঞ্জি. মোহাম্মদ নুরুজ্জামান, অধ্যক্ষ, বিকেটিটিসি, চট্টগ্রাম।