চট্টগ্রাম নগরীতে হতে যাচ্ছে দেশি-বিদেশি বিড়াল প্রদর্শনী ও ক্যাট শোকেসিং এবং মিলনমেলা। ভিন্ন আঙ্গিকের এই আয়োজনে এ পর্যন্ত অনেকে নিবন্ধন করেছেন। তবে মিলনমেলায় তাঁরা একা আসবেন না; তাঁদের পোষা বিড়ালও আসবে। আর এসব বিড়াল, শো, যেমন খুশি তেমন সাজে অংশ নেবে।
আগামী ৪ঠা নভেম্বর শনিবার ২০২৩ সকাল ১২টা থেকে দিনব্যাপী ক্যাট কেয়ার সেন্টার এর আয়োজনে নগরীর এস এস খালেদ রোড চট্টগ্রাম ক্লাব লিমিটেড, স্পোর্টস কমপ্লেক্স এর সেকেন্ড ফ্লোরে এই (ক্যাট শোকেসিং এন্ড গেট টুগেদার ) বিড়ালের এ মিলনমেলার অনুষ্ঠান হতে যাচ্ছে।
কয়েকজন পশুপ্রেমী বিড়ালের এ ধরনের আয়োজন করছেন। এ সম্পর্কে বিস্তারিত জানান এই আয়োজনের প্রধান সমন্বয়ক মিস সানজিদা আনিকা ।
মিসেস সানজিদা আনিকা বলেন, তাঁরা কয়েকজন বন্ধু, বিড়ালসহ অন্য পশুপাখি বা প্রাণী ভালোবাসেন। সবার বাসাতেই বিড়াল আছে। এসব বন্ধু নিজেদের মতো করে একসঙ্গে হয়ে কিছু একটা করতে চেয়েছিলেন। আর কেউ এতে অংশ নিতে আগ্রহী কি না, ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছিলেন। তারপর এত সাড়া পেয়ে এ আয়োজন করতে হচ্ছে। এরি মধ্যে পশুপ্রেমীসহ অন্যরা সহায়তার জন্য এগিয়ে এসেছেন বলেই ব্যাপক আকারে আয়োজনটা করা সম্ভব হচ্ছে। বড়দের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ১২০০ টাকা, ছোটদের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা। বিড়াল প্রেমী ও বিড়ালদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা এবং সবার সাথে ফটো সেশন এর সুযোগ , কেক কাটিং ,লাঞ্চ এবং আরো থাকছে আকর্ষণীয় সারপ্রাইজ । এখানে বিনা মূল্যে বিড়ালের চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়াও বিড়াল না থাকলেও বিড়াল প্রেমীরাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।