জাঁকজমকপূর্ণ ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৩-২০২৪ নির্বাহী পরিষদের উদ্যোগে বার্ষিক বনভোজন আয়োজন করা হয়।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও পাখির অভয়ারণ্য খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি পার্কে শুক্রবার দিনব্যাপী দেশের ২য় বৃহত্তর আলোকচিত্র সংগঠন ‘চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র বনভোজন ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
১৯শে জানুয়ারী শুক্রবার ২০২৪ সকাল ৮ টায় চট্টগ্রাম নগরীর ডিসি হিল এর সামনে থেকে খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি পার্ক এলাকায় বনভোজনের উদ্দেশ্য রওয়ানা করেন সোসাইটি’র নেতৃবৃন্দ ,সদস্য ও তাদের পরিবারগণ ।
দিনটি ছিল সত্যিই সুন্দর আলোকোজ্জল, পরিস্কার-পরিচ্ছন্ন সবুজে ঘেরা ,পাখির অভয়ারণ্য খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি পার্ক। সকল পরিচিত পুরাতন ও নতুন মানুষদের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনটি সত্যিই মিলনমেলায় পরিণত হয়েছিল এবং সবাই উপভোগ করেছে। এ ছাড়াও ছিল আকর্ষণীয় রাফেল ড্র।
বনভোজনের আলাদা বৈচিত্র ছিল দেশের দীর্ঘতম জিপ লাইনে চড়ে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ মিলছে। এছাড়াও সবচেয়ে উঁচু ক্লাইম্বিং ওয়াল আর ট্রি টপ ওয়াকিংয়ে রোমাঞ্চের স্বাদ। আর ক্যাম্পিংয়ে প্রকৃতির গভীর সৌর্ন্দয উপভোগের প্রকৃতি উপভোগের পাশাপাশি বিভিন্ন রোমাঞ্চকর রাইডে অংশ নেওয়ার সুযোগ হয়েছে।
অনুষ্টানে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বাসব শীল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম, সাবেক সভাপতি মাইনুল আনাম।
সোসাইটির সিনিয়র সহ সভাপতি মোনায়েম বাপ্পী ,সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুরশেদুল আলম এর পরিচালনায় আরো ছিলেন সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী মিঠু, শিল্পি শওকত জাহান, রাজিব চৌধুরী,মোঃ আলমগীর , ফারুক বিন সাদেক , সৌরভ বড়ুয়া, সুমী মল্লিক, রেবা বড়ুয়া, মোঃ ইকবাল, রন্জন, তাজুল, মহিমা সহ সিপিএস এর সকল সদস্য ও তাদের পরিবারগণ।
সুন্দর স্বার্থক বনভোজন উপহার দেয়ার জন্য প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম কৃতজ্ঞতা জ্ঞাপন করছে বনভোজন আয়োজনকারী সহ সকল সদস্য গনকে।
সকলের পক্ষ থেকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা ও নান্দনিক বনভোজন স্পট উপহার দেয়ার জন্য, সোসাইটির সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তীকে এবং সহযোগীতার জন্য মানিক ছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও ৬নং ওয়ার্ড পান্নাবিল ২নং বাতনা তলী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হাশেমকে ধন্যবাদ জানানো হয়।