চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি (সি পি এস) এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্টিত হয়।
১লা এপ্রিল সোমবার চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ, কদম মোবারক ,পূর্বদেশ গলি, তারাবানু ভবন ( ২য় তলা),চট্টগ্রাম একাডেমী হলে সি পি এস এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার পার্টির অনুষ্টান অনুষ্টিত হয়।
সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এম. এ. মোনায়েম বাপ্পীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম, সাবেক সভাপতিবৃন্দ, আলোকচিত্রী যথাক্রমে মাইনুল আনাম, দেব প্রসাদ দাস দেবু, অনুজ কুমার বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক সোলেমান সায়মন, প্রবীন সদস্য তপন শীল প্রমুখ। সর্বোপরি সমাপনী বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি বাসব শীল এবং স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তী।
সি পি এস এর সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী মিঠু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শেখ মুরশেদুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসুদ্দোহা সওগাত, লোকপ্রিয় বড়ুয়া, কে ইউ মাসুদ, রবীন্দ্র চৌধুরী রবি, মোঃ আলমগীর, রনজন বড়ুয়া, দেবাশীষ দত্ত, রেবা বড়ুয়া, সুমি মল্লিক, মোঃ শাহাজান সত্যজিৎ দত্ত, এস কে ওয়াসিফ উল আলম সহ আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ।