বুধবার, এপ্রিল ২, ২০২৫

রাবিতে ইবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর, ফোন ছিনতায়

Must read

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেড়াতে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। গতকল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে মারধর ও ছিনতাইয়ের শিকার হন ফারুক হোসেন নামের ওই ইবি শিক্ষার্থী।

তবে বিষয়টি জানাজানি হলে চাপের মুখে ছিনিয়ে নেওয়া ফোন ফেরত দিতে বাধ্য হন অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে এর আগে ওই শিক্ষার্থীকে শহীদ হবিবুর রহমান হলে আটকে রেখে আরেকদফা মারধর হাতে দেশীয় অস্ত্র তুলে দিয়ে ছবি তোলে হয়।

ভুক্তভোগী ফারুক হোসেন ইবি’র মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর অভিযুক্তরা হলেন- রাবির ফোকলোর বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মনিরুল ইসলাম, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঝলক সরকার, তৃতীয় বর্ষের মেহেদী হাসান পারভেজ, ইমরান হোসেন এবং আতিক। তারা সবাই ছাত্রলীগের কর্মী।

ফারুক জানান, রাত ৮টার দিকে রিকশা করে মন্নুজান হলের সামনে দিয়ে কাজলার দিকে যাওয়ার সময় কয়েকজন যুবক পথরোধ করে তাকে ইবলিশ চত্বরে নিয়ে যায়। সেখান তাকে চড়-থাপ্পড় দিয়ে ফোন কেড়ে নেয় অভিযুক্তরা। কিছুক্ষণ পরে মোটরসাইকেলে তুলে হবিবুর রহমান হলের ৩০৬ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে।

তিনি অভিযোগ করে বলেন, ওই কক্ষে ঘণ্টাখানেক আটকে রেখে আমাকে শারীরিক নির্যাতন করে ছাত্রলীগের ৫-৭ নেতাকর্মী। একপর্যায়ে তারা আমার হাতে দেশীয় অস্ত্র তুলে দিয়ে ছবি তোলে। পরে আবার মারধর করে। মারধর শেষে তারা মোটরসাইকেলে করে শহীদুল্লাহ কলা ভবনের সামনে নামিয়ে দিয়ে যায়।

বিষয়টি জানাজানি হলে মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার হস্তক্ষেপে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমি হবিবুর রহমান হলে গিয়ে ফোনটি উদ্ধার করি। অভিযুক্তদের মারধর করে পুলিশে সোপর্দ করতে চাইলে তারা এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকার করে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পরে তারাই বসে সমাধান করেছে। তারপরেও কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article