বুধবার, এপ্রিল ২, ২০২৫

বাজারে চাপ সৃষ্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

Must read

hasina
ফাইল ছবি

আতঙ্কিত হয়ে বাজারে চাপ সৃষ্টি না করার জন‌্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ মার্চ) সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে যথেষ্ট খাদ্যের মজুদ আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

শেখ হাসিনা বলেন, ‘আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমাদের খাদ্যদ্রব্যের কোনো সমস্যা নাই। এখনও ১৭ লাখ মেট্রিকটন খাদ্য সরকারি গুদামেই মজুত আছে। রয়েছে সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম। আমাদের বেসরকারি রাইস মিলের কাছেও প্রচুর পরিমাণে খাদ্য মজুত আছে।’

‘এছাড়াও সারা বাংলাদেশের বড় কৃষকদের কাছেও ধান, চাল মজুত আছে। আমাদের ক্ষেতে ফসল আছে, কৃষক ফসল ফলাচ্ছেন। তরকারি, শাক-সবজি আমাদের প্রচুর উৎপাদন হচ্ছে।’

করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যেতে পারে এ আতঙ্কে ক্রেতারা বেশি বেশি নিত্যপ্রয়োজনীয় পণ‌্য মজুদ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে হঠাৎ বেশ কিছু পণ‌্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এদিকে বাজার দর ঠিক রাখতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article