নওগাঁ, ৩০ মার্চ – নওগাঁর পোরশায় ভটভটি ও ব্যাটরিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক মনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কের কাঠপুকুর লক্ষ্মীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত চান মুন্সির ছেলে আব্দুল হাকিম (৫০) ও কফিল উদ্দিনের ছেলে ছাদিকুল (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরাইগাছী মোড় থেকে বাজার করে ব্যাটরিচালিত ভ্যান যোগে আব্দুল হাকিম ও ছাদিকুল বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কের কাঠপুকুর লক্ষ্মীর মোড়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ভটভটির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রী আব্দুল হাকিম ও ছাদিকুল রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। ভ্যানচালক ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়া তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ভটভটিচালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।