বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

কাঁটাবনে বন্দী পশুর কান্না -Deshebideshe

Must read

[ad_1]

ঢাকা, ০৫ এপ্রিল- নভেল করোনাভাইরাসের প্রকোপে মার্চের ২৬ তারিখ থেকে দেশ কার্যত লকডাউন। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জরুরি পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ। এমন অবস্থায় বন্ধ দোকানের ভেতর থেকে পশু-পাখির কান্নার আওয়াজ আসছে। ঘটনাটি ঢাকায় শখের পশু-পাখির সবচেয়ে বড় বাজার কাঁটাবনের।

বন্দিদশার মধ্যে পর্যাপ্ত খাবার না পেয়ে পশু-পাখিগুলো এই আচরণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। করোনাভাআইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে কাঁটাবন মার্কেটের শতাধিক দোকান এখন বন্ধ। ফলে এর ভেতরে আটকা পড়ে আছে পশু-পাখিগুলো।

এখন পাশ দিয়ে হেঁটে গেলেই এদের কান্নার শব্দ শোনা যাচ্ছে বলে স্বপন দাস নামে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা যে ছবিটা দেখছেন, তা কাঁটাবনে অবস্থিত পশু–পাখি মার্কেটের। আজকে বিকেলে শাহবাগ থেকে ওষুধ আনার জন্য এই পথ দিয়ে যাওয়ার সময় এক মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে। দেখি পশুপাখির বন্ধ দোকান গুলো থেকে আঁটকে থাকা কুকুরগুলো প্রচণ্ড আর্তনাদ করছে। তাদের চিৎকার শুনলে পাষাণহৃদয় মানুষও কষ্ট পাবে। তাদের খাওয়া নেই, দাওয়া নেই। তাদের ছোট ছোট খোপের ভেতরে সেই কবে আটকিয়ে চলে গেছে কে জানে। এই প্রাণীগুলো বাঁচবে কীভাবে?’

কাঁটাবনের এই মার্কেটে দেশি-বিদেশি কুকুর, পাখি, মাছ পাওয়া যায়। লকডাউন হওয়ায় দোকান মালিকরা দোকান বন্ধ করে চলে যায়।

বিষয়টি নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘বন্দী প্রাণীগুলোকে খাবার দেওয়ার সুযোগ তারা দিচ্ছেন। দোকান মালিকদের ডেকে শাটার পুরো না খুলে দিনে অন্তত একবার জীবন্ত পশু পাখিদের খাবার দেওয়ার জন্য বলা হয়েছে। তারা তাই দিচ্ছে।‘

সূত্র-আমাদের সময়
এম এন  / ০৫ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article