বুধবার, এপ্রিল ২, ২০২৫

লকডাউন শেষেই করোনা শেষ এমন ভাবার কারণ নেই -Deshebideshe

Must read

[ad_1]

কলকাতা, ০৭ এপ্রিল – লকডাউন শেষ হলেই করোনার প্রাদুর্ভাব শেষ হয়ে যাবে, এমন ভাবার কারণ নেই বলে জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার করোনা-পরিস্থিতি পর্যালোচনা করে তিনি একথা জানান। খবর আনন্দবাজার

মমতা বলেন, নোভেল করোনাভাইরাসের সংক্রমণ সম্পূর্ণ নতুন রোগ। ফলে রাতারাতি তা চলে যাবে বলে মনে করা উচিত হবে না। তাই আতঙ্কিত না হয়ে বরং বিধি মেনে, সতর্ক থাকা প্রয়োজন।

এই বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে মমতা এদিন ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরিসংখ্যানের উল্লেখ করেছেন।

রাজ্য সরকারের ব্যাখ্যা, এক সময় ম্যালেরিয়া বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। উপযুক্ত ওষুধ-চিকিৎসায় এখন সেই রোগ অনেক নিয়ন্ত্রণে।

আবার ডেঙ্গুও প্রতি বছর তার চরিত্র বদলেছে। ফলে নতুন চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসা ব্যবস্থার পরিমার্জন করতে হয়েছে। তাতে ডেঙ্গুতে মৃত্যুর হার ৫০-এর মধ্যেই ধরে রাখা গেছে গত কয়েক বছর ধরে।

তিনি বলেন, ‘‘সকলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দিনে দিনে আক্রান্ত বাড়ে। তাতে চিন্তার কারণ নেই। চিন্তা একটাই, রোগটা নতুন। নতুন করে পথ খুঁজতে হচ্ছে, কী ভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়।

মমতা জানান, রোগ-জীবাণু এলে একদিনে তা শেষ হবে ভাবার কারণ নেই। এটা চলবে ধরে নিতেই হচ্ছে। কারণ, রোগের একটা ইতিহাস রয়েছে। ১৪ দিনের লকডাউনের পরে শেষ হবে, তা ভাবার কারণ নেই। তবে এই রোগে অনেকে ভালো হচ্ছেন। ওষুধ কাজে দিচ্ছে। এটা ভালো দিক। আমাদের এখানে ওষুধের সমস্যা নেই।’’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জনান, এখনও পর্যন্ত রাজ্যে ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জন মাত্র সাতটি পরিবার থেকেই আক্রান্ত হয়েছেন। তিন জনের মৃত্যু হলেও ১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

সূত্র: পরিবর্তন
এন এ/ ০৭ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article