[ad_1]
নয়াদিল্লী, ১০ এপ্রিল- ভারতে করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৮ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৮ শতাধিক। লকডাউনের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে গণসংক্রমণের শঙ্কা। এদিকে পরিস্থিতি মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও বিরোধীরা বলেছেন এ অর্থ যথেষ্ট নয়। জনতা কারফিউর মধ্যদিয়ে মূলত ২২ মার্চ শুরু হয়েছিল ভারতে লকডাউন কর্মসূচি। তবে আনুষ্ঠানিকভাবে একদিন পর থেকে ২১ দিনের লকডাউন শুরু হয়। যা শেষ হতে আর বাকি কয়েকদিন। এর মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কোভিট নাইটিনের সংক্রমণ।
পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজরাম, পন্ডিচেরি, গোয়াসহ ভারতের বাকি রাজ্যগুলোতে মোটামুটিভাবে তেমন দাঁত বসাতে না পারলেও এপ্রিলের শেষ দিকে উদ্বেগ বাড়াতে পারে করোনা।পরিস্থিতি খতিয়ে দেখতে তাই সব রাজ্যের করোনা রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার চূড়ান্তভাবে লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা মোকাবিলায় রাজ্য সরকার কোমরবেঁধে কাজ করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চিকিৎসক, স্বাস্থকর্মীদের পাশাপাশি পুলিশ বাহিনী। তাদের উৎসাহ যোগাতে রাস্তায় নেমেছেন তারকারা। এদিকে কলকাতার নিউমার্কেট যেখানে এই চৈত্রে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর থাকতো সেখানেও এখন করোনা আতঙ্কে খা খা করছে চারপাশ।
সূত্র : বিডি২৪লাইভ
এম এন / ১০ এপ্রিল
[ad_2]