[ad_1]
জার্কাতা, ১৩ এপ্রিল- করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুসরণের পাশাপাশি রমজান মাসে ধর্মীয় কার্যক্রম সীমিত করার প্রতি মানুষকে পরামর্শ দিয়েছেন ইন্দোনেশিয়ার শীর্ষ আলেমরা।
আলজাজিরা জানায়, পবিত্র রমজান মাসে তারাবিহর নামাজসহ সব ধরনের ধর্মীয় কার্যক্রম ঘরেই পালন করতে বললেন দেশটির উলামা কাউন্সিল। এই ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে তারা সমর্থন দিলেন।
এর আগে মুসলিমদের রমজানে তারাবি ও অন্যান্য ইবাদত ঘরে বসে পড়ার আহ্বান জানিয়েছিল ইন্দোনেশিয়া সরকার। ঈদের নামাজও বাদ দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।
শীর্ষ আলেমদের এই সংগঠন জানায়, রমজানে ইবাদতে বাধা দেয়ার উদ্দেশ্য থেকে নয় বরং কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্য করতে এই পরামর্শ দেয়া হচ্ছে।
কাউন্সিলটির এক মুখপাত্র নিয়াম সোলেহ বলেন, ‘ঘরকেই সব কার্যক্রমের কেন্দ্র বানান এবং এক জায়গায় জড়ো হয় প্রার্থনা করা থেকে বিরত থাকুন।’
এদিকে দেশটিতে ৪ হাজার ৫৫৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। এর মধ্যে মারা গেছে ৩৯৯ জন।
সূত্র: দেশ রুপান্তর
আর/০৮:১৪/১৩ এপ্রিল
[ad_2]