[ad_1]
তেহরান, ০৭ এপ্রিল – ইরানে করোনাভাইরাস থেকে বাঁচতে অবৈধ অ্যালকোহল পান করে বিষক্রিয়ায় মারা গেছে ছয় শতাধিক মানুষ।
দেশটির বিচার বিভাগের মুখপাত্র জানিয়েছেন সেখানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে মদের বিষক্রিয়ায় এই ছয় শ মানুষের মৃত্যু হয়েছে। এখনো অসুস্থ অবস্থায় আছে আরও তিন হাজার মানুষ।
তিনি জানিয়েছেন এই ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে অ্যালকোহল, এ রকম ভুয়া খবর থেকে মিথ্যা আশা পেয়ে এরা অনিরাপদ মদ পান করেছিলেন।
অবৈধভাবে অ্যালকোহল তৈরি করার দায়ে বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানে করোনাভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৬২,৫০০। গত সপ্তাহে আক্রান্তের দৈনিক হার কিছুটা কমেছে বলে সরকার বলছে।
সূত্র: দেশ রূপান্তর
এন এ/ ০৭ এপ্রিল
[ad_2]