বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনা মোকাবেলায় রতন টাটার ৫শ কোটি টাকা

Must read

নয়া দিল্লী, ২৯ মার্চ- করোনা ভাইরাস মোকাবেলায় ৫’শ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সামাজিক কল্যাণে কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সর্বদা টাটা ট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করছে। সেই ঐতিহ্যের কথা চিন্তা করে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় এই অর্থ দিয়েছেন।

টাটা ট্রাস্টের চেয়ারম্যান তার নিজস্ব টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেছেন, ‘মানব জাতির কাছে করোনার বিস্তার প্রতিরোধ অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। করোনা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

‘‘করোনা ভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে। এর সংক্রমণ থেকে বাঁচতে হলে খুব দ্রুত কিছু করা দরকার। মহামারি করোনাকালে এক ঘণ্টার সহযোগিতা অন্য সময়ের এক ঘণ্টার সহযোগিতা থেকে অনেকে বেশি।’’

তিনি আরও বলেন, ‘ট্রাস্টের এই টাকা দিয়ে স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদান কিট, ভেন্টিলেটর, আক্রান্তদের পরীক্ষার জন্য কিট, রোগীদের থাকার জন্য ব্যবস্থা এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।’

রতন টাটা বলেন, টাটা ট্রাস্ট, টাটা সন্স ও টাটা কোম্পনি একযোগে সরকারের সঙ্গে  করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করবে।

‘‘সর্বোপরি, সমাজের দরিদ্র মানুষ ও বঞ্চিতদের কাছে করোনাকালে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় এই টাটা কোম্পানি।’’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article