শনিবার, এপ্রিল ৫, ২০২৫

করোনায় আক্রান্ত শুনেই পালালেন রোগী, অতঃপর…

Must read

[ad_1]

covid 19 coronavirus

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ইছাগুড়া গ্রামের আলমগীর বেপারী নামে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় খবর পাওয়া গেছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর বাড়ি থেকে পালিয়ে যান আলমগীর।

পরে শনিবার রাতে পুলিশের অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, সম্প্রতি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আলমগীরসহ শতাধিক লোক নারায়নগঞ্জ থেকে রাতের আঁধারে নৌকা ভাড়া করে মাদারীপুরে আসেন। গত কয়েক দিন ধরে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করে। শনিবার সন্ধ্যায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে বাড়ি থেকে পালিয়ে যায় আলমগীর।

পরে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপর দিকে আতঙ্ক বিরাজ করছে। এদিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় কালকিনির শিকারমঙ্গল ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আলমগীরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের সহায়তায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও তার পরিবারের অন্য সদস্যদের মাঝে সংক্রমিত হয়েছে কিনা সেটা জানার জন্য নমুনা সংগ্রহ করা হবে। এই ইউনিয়নটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।


[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article