চট্টগ্রামের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণের মাধ্যমে “চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটি” এর এসএলসিপি বিষয়ে দিনব্যাপী এক ভিন্নধর্মী কর্মশালা অনুষ্টিত হয়।
চট্টগ্রাম নগরীর তরুন এইচআর, এডমিন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের মিলনের স্থান ও ক্যারিয়ার উন্নয়নের জন্য তৈরী চট্টগ্রামে বাংলাদেশের মানবসম্পদ পেশাজীবিদের সবচেয়ে বড় সংগঠন “চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটি”।
শুক্রবার, ১৯ আগস্ট বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ ২৯১ ষ্টেশন রোড এশিয়ান এসআর হোটেলে “চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটি” এর এসএলসিপি বিষয়ে দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন প্রধান অতিথি কর্ণফুলী ইপিজেড এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক।
চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি নাজিম উদ্দীন সাগর এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা লায়ন জনাব সাইদুর রহমান মিন্টু , কর্মশালার প্রশিক্ষক ছিলেন ব্যুরো ভ্যারিটাস কনজুমার বিডি লিমিটেড এর ডেপুটি ম্যানেজার ওয়াদুদ আহমেদ চৌধুরী , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – র্যাব 7 এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জনাব এম এ ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউ চার্ট এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব এ এইচ এম কামরুজ্জামান চৌধুরী, প্যাসিফিক জিন্সের মহা-ব্যাবস্থাপক জনাব আনোয়ার হোসেন, ইয়াং এন্ড হেড এর মহা-ব্যাবস্থাপক জনাব মোহাম্মদ আলমগীর, রিজেন্সি গার্মেন্টস লিঃ এর এইচ আর প্রধান জনাব লিটন কান্তি সরকার, সুইটেক ফ্যাসন গ্রুপের মহা-ব্যাবস্থাপক জনাব সাজ্জাদ খান,দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর জনাব নাসির উদ্দীন হায়দার।
সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও যুগ্ম সম্পাদক জনাব আবু রিদুওয়ান পাভেল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অয়ন চৌধুরী, জুয়েল পাল, আবু তালেব, মোহাম্মদ হাসান সহ সকল নেতৃবৃন্দ ও শতাধিক পোশাক কারখানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা তালিকার একজন বীর মুক্তিযোদ্ধা ডাঃ জি, এম, সামশুদ্দিন কে চট্টগ্রামের গার্মেন্টস এইচআর, এডমিন ও কমপ্লায়েন্স পেশাজীবীদের সংগঠন চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ জি, এম, সামশুদ্দীন উনার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা যেভাবে দেশকে ভালবেসে নিজের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছি আজ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কর্মীরা ও দেশের বাইরে কর্মরত প্রবাসীরাই ঝাঁপিয়ে পড়েই বর্তমান বাংলাদেশের অর্থনীতির চাকা চলমান রেখে বাংলাদেশকে কখনোই শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির দেশে পরিনত হতে দেবেনা ইনশাল্লাহ