জাঁকজমকপূর্ণ আয়োজনে নগরীর ৫ তারকা হোটেল রেডিসন ব্লু তে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হলো নব- চিকিৎসক সংবর্ধনা ও এলামনাই নাইট।২৯শে জুলাই শুক্রবার রাতে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ ৫ তারকা হোটেল রেডিসন ব্লুতে মেডিপ্লাস এর সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব প্রফেসর ডাঃ হুমায়ুন কবির বুলবুল।
সংগঠনের সভাপতি ডাঃ নুরুল কবির মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান
প্রফেসর ডাঃ আকরাম পারভেজ চৌধুরী,চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল
প্রফেসর ডা. মুসলিম উদ্দিন,ভাইস প্রিন্সিপাল ডাঃ আলী হোছাইন ও হসপিটাল ডিরেক্টর ডাঃ শাহিকুল জব্বার, ডাঃ ফারজানা আমান শারমিন ও ডাঃ রিজওয়ান সাদিক চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারী ডাঃ মোস্তফা এনামুল হক, ডাঃ সারওয়ার বিপ্লব, ডাঃ রাকিবুল হাসান ,ডাঃ তারেক,ডাঃ রিজভী,ডাঃ ওয়াকিল আমিন চৌধুরী সহ ৪০০ এর অধিক ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের জেনারেল সেক্রেটারী ডাঃ মোস্তফা এনামুল হক বলেন এই প্রোগ্রাম এ নতুন ১৫০ জন চিকিৎসক কে সংবর্ধনা দেওয়া হয়।
বর্তমানে চট্টগ্রামে ৫৫০ এর অধিক বিডিএস ডিগ্রীধারী দন্ত চিকিৎসক সাধারণ মানুষের দন্ত সেবা দিয়ে যাচ্ছে।
সাইন্টিফিক সেশনে কনটেম্পোরারি ডেন্টিস্ট্রি নিয়ে প্রেজেন্টেশন দেন ডাঃ নুরুল কবির মাসুম।
পোস্ট গ্র্যাজুয়েশন নিয়ে প্রেজেন্টেশন দেন ডাঃ সারওয়ার বিপ্লব।
বিশ্ব দরবারে বাংলাদেশের ডেন্টিস্ট্রিকে তুলে ধরার প্রত্যয় জানান চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এলামনাই এসোসিয়েশন।
অনুষ্ঠান শেষ হয় গালা ডিনার এবং গ্র্যান্ডর্যাফেল ড্র এর মধ্য দিয়ে ।