চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন আয়োজিত এবং ওমান হামেরিয়া ফুটবল একাদশ ক্লাবের সভাপতি আবদুল মান্নান এর সার্বিক সহযোগিতায় প্রয়াত রেফারিদের স্মৃতি স্মরনে, প্রয়াত রেফারিজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
২২শে জুলাই শুক্রবার নগরীর চট্টগ্রাম এম আজিজ ষ্টেডিয়ামে প্রয়াত রেফারিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ম্যাচটি নির্ধারিত সময়ে গোল শুন্য ছিল। টাইব্রেকারে ২-১ গোলে এফ কবির একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হন, স্বপন সিং একাদশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন রানার আপ এফ কবির একাদশের, মিজান খান। সেরা গোলদাতা হন যৌথভাবে স্বপন সিং একাদশের বিটুরাজ বড়ুয়া ও এফ কবির একাদশের হেলাল উদ্দিন মোঃ সাইফুল ইসলাম।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজীতদের পুরস্কৃত করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর ওমান হামেরিয়া ফুটবল একাদশের সভাপতি ও রেফরিজ এসোসিয়েশনের আজীবন সদস্য মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও এসোসিয়েশনের নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক এ এস এম সৈকত, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরণ।
রেফারিজ এসোসিয়েশনের সহসভাপতি দেবাশীষ বড়ুয়া দেবুর সভাপতিত্বে গিয়াসউদ্দিন ও রুবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,, আমিনুল ইসলাম, জিএম হাসান,ইউসুফ, হারুণ, মোজাম্মেল হক, শাহেদ, শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বিশ্বজিত সাহা, শরিফুজ্জামানটিপু প্রমুখ।